বুধবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উত্তরবঙ্গের মানুষের গর্বের প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতাল

দিনাজপুর প্রতিনিধি
সাবেক মন্ত্রী, দিনাজপুরের উন্নয়নের কান্ডারী খুরশিদ জাহান হক এর বড় ছেলে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শাহরিয়ার আক্তার হক ডন বলেছেন, দিনাজপুর তথা উত্তরবঙ্গের মানুষের কাছে আজ গর্বের প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতাল। এক সময় কিছু তরুন সেবার মানসিকতা নিয়ে এই হাসপাতালটির ভিত্তি রচনা করেছিলন। আজ তার স্বার্থক প্রতিফলন ঘটেছে অসহায় ও বিভিন্ন রোগে আক্রান্ত মা ও শিশুদের চিকিৎসা সেবায়। আমি কথা দিচ্ছি এই শিশু হাসপাতালের উন্নয়নে সব সময় আপনাদের পাশে থাকব।
গতকাল মঙ্গলবার রাতে দিনাজপুর ঘাসিপাস্থ বেসরকারিভাবে গড়ে উঠা একমাত্র মা ও শিশু স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শনকালে তিনি কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে একথাগুলো বলেন। হাসপাতাল কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. রেজাউল করিম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে কমিটির সাধারন সম্পাদক মো. শামীম কবির বলেন, দিনাজপুরে সরকারি স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কতিপয় সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এই হাসপাতালটি গড়ে তোলেন। ৩৮ বছর পর হাসপাতালটি অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সম্বলিত একটি পূর্ণাঙ্গ মা ও শিশু হাসপাতাল গড়ে উঠলেও এখনও কিছু আর্থিক সমস্যা রয়েছে। সমাজের বিত্তশালী ব্যক্তিরা এই হাসপাতালের উন্নয়নে এগিয়ে এলে সারা দেশে এই হাসপাতাল চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে। শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে কমিটির যুগ্ম সম্পাদক মো. শহিদুর ইসরাম খান (শাহীন খান) বলেন, প্রয়াত মন্ত্রী খুরশিদ জাহান হক এর স্বপ্ন ছিলো দিনাজপুর হবে স্বাস্থ্য সেবা নগরী। আজ সময় এসেছে তার বড় পুত্র ডন মামা’র সেই স্বপ্ন পূরণ করার। সম্মানীত অতিথি হিসেবে সাবেক পৌর মেয়র মো. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, এই ধরনের প্রতিষ্ঠানের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় কমিটির সহ-সভাপতি রণজিৎ কুমার সিংহ, যুগ্ম সম্পাদক স্বরূপ বকসী বাচ্চু, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ প্রেমনাথ রায়, শিক্ষা, তথ্য ও যোগাযোগ সম্পাদক আলহাজ্ব মো. হারুন-অর-রশীদ, নির্বাহী সদস্য কাশী কুমার দাস, বিধান চক্রবর্তী বাসু, মো. মোস্তাক খান সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This