বুধবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতা-কর্মীদের ঢল

মোকাররম হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত র‌্যালিতে নেতা কর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। নেতা কর্মীদের পাশাপাশি জাতীয়তাবাদী মনোভাবের সাধারণ জনগণও স্বতস্ফুর্তভাবে এতে অংশ নেন।
আজ বুধবার বিকেলে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম এর নেতৃত্বে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ঢাক-ঢোল ও ব্যান্ড পার্টির বাদ্যের তালে তালে পুরো শহর প্রদক্ষিণ করে র‌্যালিটি। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী বিভিন্ন সংগঠনের ব্যানারে খন্ড খন্ড মিছিল এসে যোগ হয়। এসময় প্রানবন্ত হয়ে ওঠে ফুলবাড়ীর রাজনৈতিক অঙ্গন।
এসময় ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড এর নেতৃত্বে একটি মিছিল র‌্যালিতে অংশগ্রহণ করেন। পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল এর নেতৃত্বে, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমাম হাসান মোনাজ এর নেতৃত্বে, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টু ও সদস্য সচিব মোস্তাফিজার রহমান এর নেতৃত্বে, কাজিহাল ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন মিয়ার নেতৃত্বে, বেতদিঘী ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মান্নান মন্ডল এর নেতৃত্বে, শিবনগর ইউনিয়ন এর চেয়ারম্যান সামেদুল ইসলাম এর নেতৃত্বে এক একটি মিছিল উক্ত র‌্যালিতে যুক্ত। এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সবার অংশগ্রহণে কয়েক হাজার লোকসমাগম হয় র‌্যালিতে।
র‌্যালি শেষে ফুলবাড়ীর ছোট যমুনা ব্রিজ সংলগ্ন সড়কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Share This