হিলিতে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় মাষকলাই এর আবাদ ও উৎপাদন বাড়াতে খরিপ-২ কৃষি প্রণোদনার আওতায় উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় হাকিমপুর উপজেলা কৃষি অফিস চত্বরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩০ জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
এসময় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান সহ অনেকে।
উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম জানান, এবারে খরিপ-২ মৌসুমে উপজেলায় মাষকলাই এর উৎপাদন বৃদ্ধি লক্ষ্য কৃষি প্রণোদনার মাসকলাই বীজ ৩০ জন কৃষককে প্রদান করা হয়েছে। প্রতি জন কৃষক বিঘা প্রতি জমির জন্য ০৫ কেজি মাষকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ০৫ কেজি এমওপি সার পেয়েছে বলে জানান তিনি।