ফুলবাড়ীতে অভিনব কায়দায় চুরি

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে অভিনব কায়দায় দুইটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে দেড় ভরি স্বর্ণ, মোটরসাইকেলসহ জমির দলিল চুরির খবর পাওয়া গেছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের জমিদারপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, খয়েরবাড়ী ইউনিয়নের জমিদারপাড়া গ্রামের মৃত মদন গোপাল সরকারের ছেলে শান্ত গোপাল সরকার প্রতিদিনের মত শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ঘুমিয়ে পড়েন। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে তার স্ত্রী ঘুম থেকে উঠে বাড়িঘর এলোমেলো দেখতে পান। এসময় বাড়ির প্রধান গেটের তালা ভাঙা দেখেন। এসময় ঘরে থাকা দেড় ভরি স্বর্ণ ও টিভিএস ১২৫ সিসি মোটর সাইকেল হারানোর বিষয়ে নিশ্চিত হন। একই সাথে পার্শ্ববর্তী মোকছেদুল ইসলামের বাড়ির গেটের তালা কেটে ঘরে প্রবেশ করে তার ঘরের জিনিসপত্র তছনছ করে রেখে গেছে চোরচক্র। মোকছেদুল ইসলামের পরিবার আত্মীয়ের বাড়িতে থাকায় তাদের গহনা বাসায় ছিলনা। তবে চোরেরা তার জমির দলিল নিয়ে গেছে বলে জানান তারা।
ভুক্তভোগী শান্ত গোপাল সরকার জানান, অভিনব কায়দায় আমাদের খাবারে হয়তো চেতনা নাশক জাতীয় কিছু মেশানো হয়েছিলো। আমরা সবাই ঘুমে বিভোর ছিলাম। আমার স্ত্রী সকালে একবার জেগে উঠলেও পরে আবারও ঘুমিয়ে পড়ে। দুপুর পর্যন্ত ঘুমে বিভোর হয়ে আছে। আগের দিন (শনিবার) দুপুরে গ্রামের দূর্গা পুঁজার প্রতিমার কারিগরদের খাবারের আয়োজন ছিলো আমার বাড়িতে। দুপুরে খাবারের পর থেকে কারিগররা ঘুমে বিভোর হয়ে পড়েন। আর কোন কাজই করতে পারেনি তারা। একই ভাবে পাশের বাড়ির এক ভাতিজিও আমার বাড়ির খাবার খেয়ে ঘুমে বিভোর হয়ে আছে। চোরেরা আমার মেয়ের ও বাড়িতে রক্ষিত মন্দিরের ঠাকুরের মোট দেড় ভরি স্বর্ণ ও আমার ব্যবহৃত ১২৫ সিসি টিভিএস মোটর সাইকেল নিয়ে গেছে। এ ব্যাপারে রোববার থানায় অভিযোগ দিয়েছি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, চুরির অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, ওই চোরেরা মূলত বহিরাগত। ইতোপূর্বে এধরনের যত চোর ধরা হয়েছে তারা সবাই বহিরাগত। আমাদের জনবল কম, পরিবহন সংকট রয়েছে। মাত্র একটা গাড়ি দিয়ে পুরো উপজেলা ডিউটি করা সমস্যা হয়ে গেছে। তারপরও আমরা আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।