চিরিরবন্দরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
চিরিরবন্দরে সাপের কামড়ে যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গতকাল শনিবার দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের ঢাকইল অধিকারী পাড়ায় ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ভিয়াইল ইউনিয়নের ঢাকইল অধিকারী পাড়ার ডেকো অধিকারীর ছেলে কমলেশ অধিকারী (৩৫) সন্ধা সাড়ে ৭ টার দিকে জঙ্গলের ধার দিয়ে পার্শ্ববর্তী নদীর পাড়ে যাওয়ার সময় একটি বিষধর সাপ কামড় দেয়। প্রথমে সে গুরুত্ব না দিয়ে আধাঘন্টা পর বাড়িতে এসে অসুস্থ্য হয়ে পড়ে। তখন সে বাড়ির সকলকে সাপ কামড়ানোর কথা বলে। চিকিৎসার প্রস্তুতির নেয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রাজ্জাক শাহ বলেন, এ ঘটনাটি রবিবার সকালে শুনেছি। পারিবারিক ভাবে নিহত যুবকের মরদেহ সৎকার করেছে আত্মীয়স্বজনেরা।
থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, এ ঘটনাটি থানায় জানানো হয়নি। কেউ অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।