পীরগঞ্জে বিলে পোনামাছ অবমুক্তকরণ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছেড়াছেড়ির বিলে অনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ রোববার বিকালে লালদিঘী মেলার ছেড়াছেড়ির বিলে ১ টন মাছের পোনা অবমুক্ত শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলার জাহিদপুর গ্রামের জলমহালের নাম ছেড়াছেড়ির বিল। এটির আয়তন ৩৩.৬১ একর। পাচগাছি ইউনিয়ন মৎস্যজীবি সমবায় সমিতির লিঃ কে উন্নয়ন প্রকল্পে ইজারা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ছেড়াছেড়ি বিলের উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা এমদাদুল হকসহ স্থানীয় মৎস্যজীবি সমিতির সদস্যগণ।