পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ টিপু সুলতান ওরফে টেপু সুলতান (২৮) নামের এক মাদককারবারীকে আটক করেছে র্যাব-৫ সদস্যরা।
আজ রোববার দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক টিপু সুলতান উপজেলার রতনপুর উত্তরপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে এলাকার একজন চিহ্নিত মাদক কারবারী বলে র্যাব জানায়। পরে আটক মাদক কারবারীকে মাদক মামলায় পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে।