বিএনপি কাজে বিশ্বাসী, কথার ফুলঝুড়িতে ভুলার দরকার নেই- ডা. জাহিদ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বিএনপি কাজে বিশ্বাসী, কথার ফুলঝুড়িতে ভুলার দরকার নেই। মেয়েদের স্কুলের লেখাপড়া করতে বেতন লাগে না। এই প্রচলন শুরু করেছিলেন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ শনিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে মাহমুদপুর ইউনিয়নের ভেবটগাড়ী ফুটবল মাঠে ভেবটগাড়ী ফুটবল উলুঘুটু উষার সবুজ সংঘের আয়োজনে আদিবাসী ফুটবল খেলার উদ্বোধনে এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন।
তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উদ্দেশ্যে বলেন, আমরা সবাই বাংলাদেশী। আমাদের সবার সমান অধিকার রয়েছে। কেউ কাউকে দুর্বল ভাববেন না। আপনারও একটা ভোট, আমারও একটা ভোট। কাজেই মনে রাখতে হবে, আমার যেমন অধিকার আপনারও তেমনই অধিকার। আপনাদের থেকে আমার বেশি অধিকার ভোগ করার কোন কারন নেই। এই জন্য আমাদের সবাইকে মিলে মিশে কাজ করতে হবে।
এ সময়ে জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জনতা ব্যাংক পুলহাট শাখা (দিনাজপুর) এর সিনিয়র অফিসার বিশ্বনাথ সরেন, উলুঘুটু তুষার সবুজ সংঘের সভাপতি প্রদীপ সরেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। খেলায় মোট ১৬ টি দল অংশ গ্রহন করেন।