পীরগঞ্জে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মাদারগঞ্জ হাটে ওই মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি, রংপুর জেলা জামাতের শুরা ও কর্ম পরিষদ সদস্য, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের জামাতের মনোনীত এমপি প্রার্থী জননেতা মাওলানা নুরুল আমীন।
মিঠিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও মিঠিপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা সামিউল ইসলামের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা জামাতের আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামাতের নায়েবে আমীর খাইরুল আযম বিএসসি, পীরগঞ্জ উপজেলা জামাতের শিক্ষক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা একেএম ইদ্রিস আলী, উপজেলা জামাতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা খাইরুল আমিন, উপজেলা জামাতের যুব বিভাগের সভাপতি মিসবাহ উল হক প্রমূখ।