পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে চেক ও পূজা মন্ডপে চাল বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে পিবিজিএসআই স্কীম এর আওতায় সুবিধা বঞ্চিত, বিশেষ চাহিদা সম্পূর্ণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। অন্যদিকে হিন্দুধর্মলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপের অনুকূলে সরকারী ভাবে বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার বড়মানিক বালিকা দাখিল মাদ্রাসার এসব সুবিধা বঞ্চিত বিশেষ চাহিদা সম্পন্ন ও মেধাবী ২০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ ও সকাল ১১টায় উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের হলরুমে প্রধান অতিথি হিসেবে উক্ত চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
চেক বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মাওলানা আছির উদ্দিনের সঅপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান। উপস্থিত ছিলেন বড়মানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুল, সাংবাদিক ও শিক্ষক আব্দুল হাই সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথি বড়মানিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
অন্যদিকে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেমেশ্বর মাহাতা, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র দাস প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক জানান, এবার উপজেলার ৭৫ মন্ডপের জন্য সাড়ে ৩৭ মেট্রিক টন চাল বরাদ্ধ আসে। প্রতি পূজা মন্ডপ ৫শ কেজি করে চাল পাবেন বলে তিনি জানান।