বুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে জামায়াতের বিক্ষোভ মিছিলে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে। কর্মসূচী বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা আয়োজিত বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত দিনাজপুর ৫ আসনে জামায়াতের উত্থানের জানান দেয় মিছিলটি।
আজ শুক্রবার পৌর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে আছরের নামাজের এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত দিনাজপুর ৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আনোয়ার হোসেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, যারা বলেন জামায়াত নির্বাচন চায়না তারা বোকার স্বর্গে বাস করেন। সারাদেশে ৩শ প্রার্থী ঘোষণা করেছে একমাত্র জামায়াত; যা অন্য কোন দল করতে পারেনি। তিনি সরকারকে অনুরোধ করেন ৫ দফা মেনে নিতে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
এসময়, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল ইসলাম, জেলা ইউনিট সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের বাবু, সুলতানুল আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিজানুর রহমান সহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে এসে দোআ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। এসময় ব্যাপক জনসমাগম হয় যা জামায়াতের জনপ্রিয়তার বার্তা দেয়।
উল্লেখ্য, এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে দলটি। জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Share This