বুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পিআর পদ্ধতিতে কোন অবস্থাতে এই দেশের মানুষ ভোট দিতে চায় না- ডা. জাহিদ

ঘোড়াঘাট প্রতিনিধি
পিআর পদ্ধতি নিয়ে সাধারণ মানুষ তাদের প্রতিনিধিকে চোখে দেখতে চায়, দেখে কথা বলে এবং নিশ্চয় তার পক্ষে বা বিপক্ষে ভোট দিতে চায়। কোন অবস্থাতে এই দেশের মানুষ কোন প্রার্থী না দেখে শুধু মাত্র মার্কাকে ভোট দিবে আর দল যাকে খুশি তাকে প্রতিনিধি বানিয়ে দিবে তা মানুষ কখনোই চায় না।
আজ শনিবার বিকালে দিনাজপুরের ঘোড়াঘাটে ৪র্থ তম বীর বাহা ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনের সময় উপরোক্ত কথাগুলো বলেন।
অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন আরও বলেন, পিআর নিয়ে যারা কথা বলছেন, তারা জনগণের কাছে যাবেন আগামী নির্বাচনে তাদেরকে বলবেন জনগণ যদি তাদেরকে গ্রহন করে তখন সেই এলাকাবাসীর সংসদে বসে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিবেন।কিন্তু রাজপথে নেমে পিআর পদ্ধতি আদায় করে নেওয়ার যে চেষ্টা করা হচ্ছে, এক দিকে যেমন আলোচনার টেবিলেও আছেন আবার রাজপথেও আছেন তাতে কি নির্বাচন বাকরুদ্ধ তন্তকে কলঙ্কিত করছেন কিনা? সৈরাচারকে পুর্নবাসন করে নিচ্ছেন কি না! আমি সেই রাজনৈতিক বন্ধুদেরকে খেয়াল রাখার জন্য বলবো ১৭ বছর বাংলাদেশের নাগরিক তাদের ভোট প্রয়োগ করতে পারেনি, দয়া করে মতবিরোধ তৈরি করবেন না।
ঘোড়াঘাট উপজেলার শালদোহা গ্রামে ১৬ টিমের খেলায় ১ম দিনে ৮টিম এবং ২য় দিনে ৮টিম খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় টাইব্রেকারে সাগর একাদশ শেখপাড়া ৩-২ গোলে এস এস আর সিলেটকে হারিয়ে বিজয়ী হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম .উপজেলা বিএনপির সভাপতি শাহ শামীম হোসেন চৌধুরী, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পিসহ নেতাকর্মীরা।

Share This