বুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাবের উদ্যোগে কাচারী বাজার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন। এ সময় বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেজাওনুর রহমানসহ আরো অনেকে।
বক্তারা অভিযোগ করেন, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথ এবং কর্মকর্তা বেলাল আহমেদের দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহার এবং দুই দুর্নীতিবাজ কর্মকর্তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথ বাদী হয়ে মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি দিশা আক্তার, আমাদের সময়ের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকারের নামে গাইবান্ধা সদর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করেন।

Share This