বুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে পানিতে পড়ে মাদরাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে পানিতে পড়ে তাসফিয়া আকতার( ৬) নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে।
আজ দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের দরদরিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে পুকুরে জাল দিয়ে মাছ ধরতে যায় তার বাবা তমিজুল ইসলাম। এসময় তার সাথে ছিল তাসফিয়া। বাবার অজান্তেই সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পড়ে তমিজুলের সাথে স্থানীয়রা তাসমিনাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুই বোনের মধ্যে তাসফিয়ার ছোট সে স্থানীয় একটি মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়তো। তাহমিনা স্থানীয় একটি মাদ্রাসায় নূরানী শাখায় পড়তো। গরিনাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন দিপু পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Share This