বুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদ আবরার ফাহাদ-এর স্মরণ সভা

দিনাজপুর প্রতিনিধি
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী প্রথম শহীদ বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ-এর ৭ম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে জুলাই রেভুলেশনারি এলাইন্স দিনাজপুর জেলা এর আয়োজনে দিনাজপুর প্রেস ক্লাবে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র অধিকার পরিষদ দিনাজপুর জেলার সাবেক সহ সভাপতি মেহেদী হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সেক্রেটারী মাসুদ রানা, জুলাই রেভুলেশনারি এলায়েন্স দিনাজপুর জেলার মুখ্য পাত্র ফয়সাল, গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, এনসিপি দিনাজপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী ফয়সাল করিম সোয়েব, যুগ্ম সমন্বয়কারী মেহেদী হাসান, উত্তর বাংলা বিপ্লব ফাউন্ডেশনের দিনাজপুরের উপদেষ্টা শাহিনুর ইসলাম সিদ্দিক, দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. আব্দুল মোমেন, গণঅধিকার পরিষদের হারুনুর রশিদ হিমেল, জুলাই রেভুলেশনারি এলায়েন্স দিনাজপুর জেলার আহবায়ক একরামুল হক আবির, আইইডিবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সামিউল ইসলাম (সাজু)।

Share This