শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাদুল্লাপুরে টাইফয়েড টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকালে সাদুল্লাপুর কে এম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম ।

এসময় উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.শাহিনুল ইসলাম মন্ডল শাহীন , আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা.সুরঞ্জিত , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সম্ভু চরন দাস , পরিবার পরিকল্পনা অফিসার বাদশা আলম সরকার, প্রধান শিক্ষক মশিউর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর গোলাম রাব্বানীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী, গণমাধ্যমকর্মী ।
ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সঠিক সময়ে টিকা নিলে এ রোগ থেকে সহজেই সুরক্ষা পাওয়া সম্ভব। সরকারের এই উদ্যোগ স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম মন্ডল জানান, টাইফয়েড টিকাদান কর্মসূচির মাধ্যমে সাদুল্লাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে। ইতোমধ্যে সব টিকাদান কেন্দ্র ও টিম প্রস্তুত রয়েছে এবং জনগণের সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

Share This