শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
“টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেঁধে” এই প্রতিপাদ্যকে সামনে বগুড়ার নন্দীগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল)-এ বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড ঠিকাদান ক্যাম্পেইন/২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তোফাজ্জল হোসেন মন্ডল, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাব ইন্সপেক্টর সাম মোহাম্মদ, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হাশেম, হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণসহ অনেকেই।
উল্লেখ্য, ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণী বা সমমান সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ করে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

Share This