শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবি সমিরণ নেছা মডেল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত সমিরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা বানুর বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, বিদ্যালয়ে অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ করেছেন অভিভাবক সদস্যরা।
চলতি মাসে প্রতিকার ও তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ ও এছাড়াও বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রেরুন করেছেন তারা।
লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা বানু স্লিপ প্রকল্পের বরাদ্দকৃত টাকা বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদরে শিখন কাজে ব্যয় না করে ও প্রতিবছরের ওয়াশব্লকের বরাদ্দের সিংহভাগ অর্থ নিজে আত্মসাৎ করেন।
এছাড়াও সময়মত ক্লাশ না হওয়া, দপ্তরী থাকলেও শ্রেণিকক্ষ ও টয়লেট অপরিস্কার, অপরিছন্ন বিদ্যালয় মাঠ, শিক্ষকদের পাঠদান চলাকালে ঘুমানো, মোবাইল নিয়ে ব্যস্ত ও প্রাইভেট নিয়ে ব্যস্ত, চারু ও কারু পরীক্ষায় হাতের কাজের নামে শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করে অভিভাবকদের নগদ টাকা দিতে বাধ্য করা, অভিভাবকরা বিভিন্ন সমস্যা নিয়ে প্রধান শিক্ষকের কাছে গেলে তাদের সাথে অসৌজন্যমূলক আচারণ করে থাকেন বলে অভিযোগ করেন।
শুধু তাই নয় প্রধান শিক্ষক মুক্তা বানু বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ, সরকারি অনুদান ও শিক্ষার্থীদের কল্যাণ ভিত্তিক ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করে থাকেন। ফলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে অভিভাবকদের অভিযোগ।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মুক্তা বানু’র নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগগুলো সঠিক নয়, এটা একটা মনগড়া অভিযোগ দিয়েছেন।
জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, এরকম একাধিক বিদ্যালয়ের অভিযোগ এসেছে। যা তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

Share This