শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে কৃষকদলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা কৃষকদলের আয়োজনে নির্বাচনী মত বিনিময় সভা পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
আজ শনিবার দুপুরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহবায়ক রাহিদ হোসেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, জেলা কৃষকদলের সদস্য সচীব মঞ্জুরে মওলা পলাশ, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, আবু তাহের, জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য সচীব এ্যাড. নাজমুল হক জনি, পৌর কৃষকদলের আহবায়ক ফরহাদ হোসেন লিটন, সদস্য সচীব ছানোয়ার হোসেন সহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সদস্য সচীব মামুন দেওয়ান।

Share This

COMMENTS