শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হাকিমপুরে ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি
‘ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের রিকাবী ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলার রিকাবী হাইস্কুল মাঠে মনোরম পরিবেশে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ও জাতীয়তাবাদী দলের আয়োজনে রিকবী আগত রিকাবী ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে দুপুর পরে থেকে প্রত্যন্ত গ্রামের এই মাঠে ফুটবল প্রেমীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
পরে বিকেল সাড়ে চারটায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন উক্ত টুর্নামেন্টের সভাপতি ও ছাত্রশিবির নেতা জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন, উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, শ্রম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন লেবু, আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইমরান আলী, ইউনিয়ন জামায়াতের আমীর মো. মাহাবুব রহমান, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রমজান আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সবিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, যুগ্ম আহবায়ক আরমান আলী প্রধান, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান, সাবেক জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, বিএনপির সাবেক নেতা গোলাম মোস্তফা, গোলাম সরোয়ার, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন, সিরাজুল ইসলাম সহ আরও অনেকে।
টুর্নামেন্টের সভাপতি জহুরুল ইসলাম বলেন, সমাজের তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে এবং মোবাইল আসক্তি থেকে দূরে সড়ে রাখতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ডাবল গরু ফুটবল টুর্নামেন্টে আটটি দল অংশ গ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম মায়ের দোয়া চাই দল অংশ গ্রহণ করে।
খেলার নির্ধারিত সময়ে পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতি ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে একটি গরু ও রানার্সআপ দলের হাতে একটি গরু তুলে দেন অতিথি বৃন্দ।

Share This