মহিলা পরিষদ নেত্রী জিন্নুরাইন পারু স্মৃতিতে স্মরণ সভা অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক নারী নেত্রী জিন্নুরাইন পারু স্মৃতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবিনা আকতার-এর সঞ্চালনায় মহিলা পরিষদ নেত্রী জিন্নুরাইন পারু স্মৃতিতে স্মরণ সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানীয় সদস্য কানিজ রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাথী চৌধুরী, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি জেলা শাখার আহবায়ক মো. শডিফকুল ইসলাম, প্রয়াত জিন্নুরাইন পারু’র বড় ভাই আমির খসরু, ফারুক এ আজম, ভাবী রুহুন নেহার, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সনাক জেলা কমিটির সভাপতি হাবিবুল ইসলাম বাবুল, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদের সভাপতি জলিল আহমেদ, জাতীয় রবীন্দ্র সম্মেলন পরিষদের সহ-সভাপতি রবিউল আউয়াল খোকা, সাংস্কৃতিক কর্মী সুলতান কামাল উদ্দীন বাচ্চু, আমাদের থিয়েটারের তারিকুজ্জামান তারেক, মহিলা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, মিনতি ঘোষ, অর্চনা অধিকারী, রত্না মিত্র, রওশন আরা, সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ, আন্দোলন সম্পাদক অনামিকা পান্ডে প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, একটি মানুষের জীবন কখনই তার জন্ম মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নয়। জীবন আসলে কর্ম, চিন্তা, আলো, স্পর্শ, হাসি-কান্না, সুখ-দুঃখ, চোখ-মুখের ভাষা আর কর্তব্য দায়িত্ববোধের গল্প। যা সে রেখে যায় সমাজ-দেশের মানুষের মনে তারই প্রতিফলন ঘটে। জিন্নুরাইন পারু তেমনই একজন মানুষ। যে শুধু আমাদের পরিবারের, সংগঠনের সমাজের প্রিয়জন ও একজন আস্থার আশ্রয়।
স্মরণ সভার শুরুতেই জিন্নুরাইন পারু’র স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
