শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবির আওলাই ইউনিয়ন নেতাকর্মীর সাথে বিএনপি মনোনীত প্রার্থীর মতবিনিময়

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে জয়পুরহাট-১ আসনের ধানের শীষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার  দুপুরে উপজেলার আওলাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিনশিরা গোড়না সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, আওলাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রধান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, জেলা যুবদল নেতা গোলাম রাব্বানী রাব্বী সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সভায় ধানের শীষ মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ধানের শীষে ভোট দিয়ে জয় লাভ করার আহবান জানান।
Share This