শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাট জেলা প্রশাসককে বদলিজনিত বিদায় সংবর্ধনা

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার জয়পুরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
এ সময় আরোও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জসহ জয়পুরহাট জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অতিথির বিভিন্ন কর্মদক্ষতার সাফল্য এবং সেইসাথে দীর্ঘদিন কাজ করার স্মৃতিচারণ করেন।
পরিশেষে জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সৎ, নির্ভীক, পেশাদার ও দেশপ্রেমিক এই বিদায়ী জেলা প্রশাসক সকলের অনুপ্রেরণা হয়ে থাকবেন এবং আগামীর পথচলা যেন সুখময় ও মঙ্গলময়ের প্রত্যাশা করেন উপস্থিত অতিথি সহ আয়োজকরা।

Share This