শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কোতোয়ালীবাগ তিনমাথা মোড়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কেরামত আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, জয়পুরহাট সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আবু তাহের, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান, উপজেলা যুবদলের নেতা আনিছুর রহমান, নয়ন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মোহাম্মদ মুসা (মুন্না) , ইউনিয়ন যুবদল নেতা কারিমুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ধানের শীষ মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান বলেন,

Share This