শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার
দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়ন মহিলা দলের কর্মী সভায় বক্তারা বলেছেন, দেশবাসী ১৬ বছর পর ভোটাধিকার ফিরে পেয়েছে। স্বৈরাচার সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আপনারা ধানের শীষে ভোট দিয়ে দেশকে বাঁচান, জনগণকে বাঁচান, বিএনপিকে বাঁচান।
বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর আসনে প্রার্থী হয়েছেন। আমরা ধানের শীষে ভোট দিয়ে দেশের সেরা জয় উপহার দিতে চাই। আপনাদের সমর্থন, দোয়া ও ভোট অপরিহার্য।
আজ সোমবার বিকেলে সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের গোদাগারি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত মহিলা দলের কর্মীসভায় বক্তারা এসব কথা বলেন।
উথরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা। ইউনিয়ন বিএনপি নেতা জুলফিকার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মো. মোকাররম হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন সরকার, জেলা মহিলাদলের সহ সভাপতি নাজমা মশির, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক মোরশেদ সুমন, সদর উপজেলা মহিলাদলের সভাপতি সাইকা বেগম, সাধারণ সম্পাদক সালমা বেগম।
এছাড়াও বক্তব্য রাখেন কোতয়ালী, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ জেলা মহিলা দল, কোতয়ালী মহিলা দল, ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নেত্রীবৃন্দ।
কর্মীসভা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে ধানের শীষ মার্কার প্রার্থী দেশনেত্রী খালেদা জিয়াকে উথরাইল ইউনিয়নে দেশের সর্বোচ্চ ভোটে জিতিয়ে আনার লক্ষ্যে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।

Share This