দৈনিক দেশ মা’র উদ্যোগে প্যারালাইসিস রোগীকে হুইল চেয়ার বিতরণ


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের জনপ্রিয় দৈনিক ‘দেশ মা’ পত্রিকার পক্ষ থেকে একজন অসহায় প্যারালাইসিস রোগীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুরে হুইল চেয়ার বিতরণ করেন দৈনিক দেশ’মা পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক আনন্দ কুমার গুপ্ত। পৌর শহরের কাঁটাবাড়ী (নয়াপাড়া) দরিদ্র বিকশা চালক আবু শহীদ বাড়িতে উপস্থিত হয়ে তাকে হুইল চেয়ারে বসিয়ে দেন তিনি।
জানা যায়, দীর্ঘ একবছর ধরে প্যারালাইসিস রোগের আক্রান্ত হয়ে রিকশা চালক আবু শহীদ বাড়িতে শুয়ে বসে দিন কাটাচ্ছিলেন। এতে দিন দিন তার শরীরের অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছিলো। বিছানাগত হওয়ায় বাইরের আলো বাতাস দেখতে পেতেন না তিনি। একটি হুইল চেয়ারের জন্য আক্ষেপ ছিল তার। বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার গুপ্ত।
এবিষয়ে আনন্দ কুমার গুপ্ত বলেন, আমার মায়ের নির্দেশ হচ্ছে অসহায়কে সাহায্য করা। এ নির্দেশনা পালনের চেষ্টা করছি মাত্র। রিকশা চালক আবু শহীদের দুরাবস্থার কথা জানতে পেরে তাকে একটি হুইল চেয়ার দিয়েছি। এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন-উর-রশীদ, মুভি বাংলা টিভির প্রতিনিধি ফয়জার রহমান, স্থানীয় বাসিন্দা বুলবুল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, এ পর্যন্ত আনন্দ কুমার গুপ্ত প্রায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে হুইল চেয়ারসহ নানা উপকরণ বিতরণ করেছেন।
