শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুর ইনষ্টিটিউট এর ৩২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর ইনষ্টিটিউট কার্যালয় এর হলরুমে ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন দিনাজপুর ইনষ্টিটিউট এর ৩২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় দিনাজপুর ইনষ্টিটিউট এর সভাপতি মো. আব্দুস সামাদ এর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন দিনাজপুর ইনষ্টিটিউট এর সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী। আয়-ব্যয় এর প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ মো. মকসেদ আলী মঙ্গলীয়া। অডিট প্রতিবেদন পাঠ করেন আভ্যন্তরীন হিসাব পরীবেক্ষক মো. আতিকুর রহমান নিউ। প্রতিবেদন ২টির উপর মুক্ত আলোচনা করেন উপস্থিত সদস্য এড আমিরুল ইসলাম তুফান, মো. শামিম কবির অপু, ইসলাম উদ্দিন আহম্মেদ বাবু, অধ্যাপক সরদার শফিকুল আলম বুলবুল, মো. জোবায়ের আলী জুয়েল। আলোচনা শেষে উপস্থিত সদস্যরা হাত তুলে কণ্ঠ ভোটের মাধ্যমে প্রতিবেদন দুটির অনুমোদন প্রদান করেন। সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ ও বিগত সাধারণ সভার সিদ্ধান্তবলী পাঠ করেন এড নুরুল ইসলাম। সভায় দিনাজপুর ইনষ্টিটিউটের সদস্যবৃন্দ যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে সকলে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করে। সভাপতির বক্তব্যে দিনাজপুর ইনষ্টিটিউটের সভাপতি মো. আব্দুস সামাদ বলেন, দিনাজপুর ইনষ্টিটিউট বৃটিশ আমল হতে ঐতিহ্যের সাথে সামাজিক কর্মকান্ড, ক্রীড়া বিকাশে যথেষ্ট অবদান রেখে আসছে। দিনাজপুরের ঐতিহ্যবাহী নন্দিত ও গৌরব উজ্জল ইতিহাস তুলে ধরে রাখতে আমরা দিনাজপুরবাসীর এবং আমাদের সদস্যদের সহযোগিতায় ১০ তলা ভবনের নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া উত্তর দিকের অত্যাধুনিক গেট নির্মাণ করা হয়েছে দিনাজপুর জেলা পরিষদের সহযোগিতায়। এবার আমরা দক্ষিণ দিকের গেট নির্মাণের কার্যক্রম চালাচ্ছি। এসময় কার্যনিবাহী কমিটির সহ-সভাপতি সামসুল আলম, প্রকৌশলী মো. মহিউদ্দিন আলমগীর, সহ সাধারণ সম্পাদক সৈয়দ মোকাদ্দেস হোসনে বাবলু, সহ সাধারণ সম্পাদক খন্দকার আরিফুজ্জামান (নাঈম) ক্রীড়া সম্পাদক মো. রাহানুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সাইফুর রহমান খান, নির্বাহী সদস্য আ.ন.ম. গোলাম রব্বানী, নুরুল আলম, অশোক কুমার কুন্ডু, আবুল কালাম আজাদ,আজিজুল ইকবাল চৌধুরী, মো. শামিম শেখ উপস্থিত ছিলেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অভ্যন্তরীন হিসাব পরীক্ষক আতিকুর রহমান নিউ।

Share This

COMMENTS