পীরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: মিলন সভাপতি, হাবিব সম্পাদক


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ থেকে দুপুর ১ পর্যন্ত প্রেসক্লাবের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে এটিএম মাজহারুল আলম মিলন (সমকাল) ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিব (কালের কন্ঠ) নির্বাচিত হন।
সভাপতি সম্পাদকসহ ৫টি পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৩৩ জন ভোটার তাদের ভোটার এতে ভোট দেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন সরকারি শাহ আব্দুর রউফ কলেজের উপাধ্যক্ষ (অব.) শহিদুল ইসলাম পাশা। এটিএম মাজহারুল আলম মিলন ২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল্লাহিল বাকী বাবলু (খোলা কাগজ) পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে কালের কন্ঠ পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব ১৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আকতারুজ্জামান রানা (কালবেলা) পেয়েছেন ১১ ভোট। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি-১পদে দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি বখতিয়ার রহমান , সহ-সভাপতি-২ পদে দৈনিক প্রতিদিনের বার্তার অমিতাব বর্মণ নির্বাচিত হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক আনজারুল হক ও যুগ্ন-সাধারণ সম্পাদক-২ পদে দৈনিক দেশ রুপান্তরের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি এম এ রহিম, সাংগাঠনিক সম্পাদক যুগের আলো পত্রিকার প্রতিনিধি আব্দুল করিম সরকার, দপ্তর সম্পাদক সকালের সময় পত্রিকার সাংবাদিক মিনহাজুল ইসলাম মিলন, অর্থ সম্পাদক দাবানল পত্রিকার সাখওয়াত হোসেন, শিক্ষা ক্রীড়া ও পাঠাগার সম্পাদক দৈনিক কালের খবর পত্রিকার সাংবাদিক কামরুল হাসান সাগর প্রধান, ধর্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি আশিকুর রহমান সরকার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কালের ছবি পত্রিকার প্রতিনিধি কামরুল হাসান মিলন, তথ্য যোগাযোগ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দৈনিক পরিবেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক বাদল মিয়া একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
