বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মত বিনিময়

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা নুরুল আমিনের সাথে উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২ টায় পীরগঞ্জ উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরসহ বক্তব্য রাখেন ২৪-রংপুর-৬ পীরগঞ্জ আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সহকারী অধ্যাপক মওলানা নুরুল আমিন। আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর খাইরুল আযম বিএসসি, সঞ্চালনা করেন উপজেলা মিডিয়া ও তথ্যপ্রযুক্তি বিভাগের সভাপতি মেজবা উল হক।
মাওলানা নুরুল আমিন বলেন, পীরগঞ্জে প্রাকৃতিক সম্পদ কয়লা, লৌহ খনি উত্তোলনের মাধ্যমে আত্মনির্ভরশীল আধুনিক উপজেলা বিনির্মাণে জামায়াত বদ্ধ পরিকর। একটি দল আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের নিজিদের দলে কাজ করতে বিভিন্ন মুখী হুমকি দিচ্ছেন। তাদের কথায় রাজি না হলে গ্রেফতারসহ নানা মুখী পুলিশ দিয়ে হয়রানির করছেন।

Share This