ফুলবাড়ীতে মালিকানা জমিতে সড়ক নির্মাণের অভিযোগ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী জমির মালিক


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় নির্ধারিত রাস্তার জায়গা ভেঙে পুকুরে পরিণত হওয়ায় এখন ব্যক্তি মালিকানাধীন জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নিজের জমি রক্ষায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানিয়েছেন ভুক্তভোগী জমির মালিক নজিবর রহমান। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া পলিপাড়া গ্রামে।
জানা গেছে, পলিপাড়া গ্রামের সাবেক (সিএস ১৪৫৫) ও বর্তমান (আরএস ২১৬১) দাগে রাস্তার জায়গা থাকলেও সেই জায়গা ভেঙে পাশের একটি পুকুরে চলে গেছে। ফলে রাস্তার পাশে অবস্থিত একই গ্রামের নজিবর রহমানের সাবেক (সিএস ১৪৫৫) ও বর্তমান (আরএস ২২৬৫) দাগের মালিকানাধীন জমির ওপর দিয়ে নতুন করে রাস্তা নির্মাণ করা হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক নজিবর রহমান ভূট্ট জানান, নিজের জমি রক্ষার দাবিতে তিনি দুই দফা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তার জমি বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, আবেদন করার পরও ঠিকাদার কাজ বন্ধ না করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি কাজে বাধা দিতে গেলে তাকে হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে কথা বলতে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারের খোজ করলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শফিকুল ইসলাম বলেন, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঠিকাদারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাছান জানান, নজিবর রহমানের আবেদনটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায্য সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী জমির মালিক।
