দিনাজপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত


দিনাজপুর প্রতিনিধি
“প্রযুক্তি ও সমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায় ” – এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালীর উদ্ধোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) এস.এম. হাবিবুল হাসান। র্যালীটি শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি অডিটোরিয়ামে গিয়ে সমাপ্ত হয়। সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মো. আব্দুল হালিম, সিভিল সার্জন দিনাজপুরে ডা. মো. আসিক ফেরদৌস ও দিনাজপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মো. জহরুল হক। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক আহসানুল্লাহ হক চৌধুরী, সাবেক সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সনসালট্যান্ট (ফিজিও থেরাপী) ডা. মো. নাসিম হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবেক সমাজ সেবা কর্মকর্তা রুস্তম-এ-জামান। সার্বিক তত্বাবধানে ছিলেন অফিস সহকারী মো. গোলাম রাব্বানী। বক্তারা বলেন, বক্তারা বলেন সমাজসেবার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতি দায়িত্ববোধ, সামাজিক ন্যায় সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা এবং একটি সমতাভিত্তিক কল্যাণকর বাংলাদেশ গঠনের অঙ্গিকারকে নতুন করে শক্তিশালী করা।
