বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে ভিডিপি দিবস-২০২৬ উদযাপন

দিনাজপুর প্রতিনিধি
​দিনাজপুরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘ভিডিপি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।আজ সোমবার সকালে আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এই দিবসটি পালন করা হয়।
​দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সকালে আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান (পিভিএম)। এ সময় তিনি ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও সামাজিক উন্নয়নে তাদের ভূমিকার কথা স্মরণ করেন।
​উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। দিবসের এই আয়োজনে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ জেলার প্রায় ১৫০ জন ভিডিপি সদস্য ও সদস্যা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান (পিভিএম) ভিডিপি’র সকল সদস্য সদস্যদের উদ্দেশ্যে বলেন, ​দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সেবায় ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীতেও এই বাহিনীর দক্ষতা ও সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

Share This