বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির আয়োজনে আজ বুধবার বিকেলে (বাদ আছর) উপশহর খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল কনফারেন্স রুমে বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দিনাজপুরের কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডাঃ মমতাজ বেগম পলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবু তাহের আবু ,দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মুহ: শরীফ, জিয়া হাট ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক ডাঃ জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ ও দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সহ সভাপতি মোঃ আনোয়ারুল কবির প্রমুখ। এ ছাড়াও দোয়া মাহফিলে অংশ নেন জিয়া হাট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য গোলাম রসুল রকেট, পাবলিক রিলেশন এন্ড অ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু, ডায়গনস্টিক মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ জিয়া হাট ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Share This