বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ, আটক ৫

 

 

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে আশিদুল হক (৩৭) নামের এক যুবককে অপহরণের পর মুক্তিপণের টাকা আদায়ের সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সহ ৫ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। আটককৃতদের অপহরণ মামলায় আজ বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পূর্ব গৌরীপাড়া এলাকার জামিল হোসেনের ছেলে মাজেদুল ইসলাম মিঠু (৩৬), উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর (মন্ডলপাড়া) গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে মো. সাজু মিয়া (২৮), কড়াই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তুহিন রেজা (৩০), আমড়া গ্রামের ইউনুস আলীর ছেলে জুলফিকার আলী (৩০) ও চৌকিয়াপাড়া (সোনারপাড়া) গ্রামের মকবুল হোসেনের ছেলে মোছাদ্দেক হোসেন (৩৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ভুক্তভোগী মো. আশিদুল হক গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় আটপুকুরহাটে কেনাকাটা শেষে বাড়িতে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন তার মোটরসাইকেলের পথ রোধ করে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়।
এরপর তাকে ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়ায় অজ্ঞাত একটি বাড়িতে রেখে মারধর করে ২লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ৫০ হাজার টাকায় রাজী হলে পরিবারের লোকদের টাকা পাঠাতে বলা হয়। একপর্যায়ে আশিদুলের খালাতো ভাই হাবিবুর ও ভগ্নীপতি মঞ্জুরুল টাকা নিয়ে তাদের দেয়া ঠিকানা হানিফ কাউন্টারের সামনে আসেন। সেখান থেকে খালাতো ভাই হাবিবুর মোটরসাইকেলে তুলে আশিদুলের কাছে নিয়ে আসে। পরবর্তীতে অপহৃত আশিদুল সহ তার খালাতো ভাই হাবিবুরকে স্থান পরিবর্তন করে পৌর এলাকার তেঁতুলিয়া স্কুলের মাঠে নেয়া হয়। মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে আশিদুলের ভগ্নীপতি মঞ্জুরুল ইসলাম তেঁতুলিয়া স্কুলের মাঠে ৩০ হাজার টাকা দিলে খালাতো ভাই হাবিবুর কে আটকে রেখে শুধু অপহৃত আশিদুলকে ছেড়ে দেয়া হয়। এসময় খালাতো ভাই হাবিবুরকে ছাড়াতে আরও ৫০হাজার টাকা দাবি করা হয়। হাবিবুরকে তাদের কাছে রেখে ওই রাতেই আশিদুল ও তার ভগ্নীপতি হানিফ কাউন্টারের সামনে আসলে সেনাবাহিনীর একটি টহল দলকে দেখতে পায়। তখন তাদেরকে অপহরণের বিষয়টি জানালে থানা পুলিশসহ পশ্চিম গৌরীপাড়া বউ বাজারের অজ্ঞাতনামা একটি বাড়িতে সহ কয়েকটি স্থানে রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে ওই আশিকুলের খালাতো ভাই হাবিবুরকে উদ্ধারসহ ৫ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়।
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টু জানান, ব্যক্তির দায় কখনও স্বেচ্ছাসেবক দল নিবেনা। স্বেচ্ছাসেবক দলে কোন দুষ্কৃতিকারীর জায়গা হবেনা। ঘটনার সত্যতা যাচাইয়ের পর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম মিঠুর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আব্দুল লাতিফ জানান, ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় রাতভর পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযান চালিয়ে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে দুইটি মোটরসাইকেল সহ সাড়ে ৫হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে ভুক্তভোগী আশিদুল হক বাদি হয়ে ভুয়া ডিবি পুলিশের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা করেন যার মামলা নং ৩, তারিখ ৮/০১/২৬। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share This