বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল


পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে আপসহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে পঞ্চগড় সদর উপজেলার জালাসি এলাকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পঞ্চগড় জেলা শাখা এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে আবু আলম মো. আব্দুল হাই (হেলাল) এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট আদম সুফি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ, জেলা বিএনপি নেতা শাহজাহান খান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম সালেহ লিটন । উক্ত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ ও কর্মজীবন সম্পর্কে আলোচনা করেন আবু আলম মো. আব্দুল হাই (হেলাল) ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফরহাদ হোসেন রাজু।
