বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প ও খানপুর বিওপি কর্তৃক সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করেছে। আটককৃত সিরাপের মুল্য ১ লাখ ১৩হাজার সাতশত টাকা।
আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করনে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার।
প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর উপজেলার কাটলা বিশেষ ক্যাম্প ও দিনাজপুর সদর উপজেলার খানপুর সীমান্ত এলাকায় শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বিওপি কর্তৃক পৃথক ২টি অভিযান পরিচালনা করে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালান দ্রব্যের সিজার মূল্য ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি রেখেছে। এরই অংশ হিসেবে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share This