বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
‘মানুষ মানুষের জন্য’ এবং ‘ক্ষুধামুক্ত পৃথিবীর জন্য খাদ্য অপচয় রোধ করুন’ এই শ্লোগানকে সামনে রেখে আজ রোববার দিনাজপুরে প্রবীণ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এনসিসি ব্যাংক।
এনসিসি ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার মো. নাজির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ঢাকা থেকে আগত এনসিসি ব্যাংকের ডিএমডি মো. জাকির আনম বলেন, দিনাজপুরসহ উত্তরাঞ্চলে শীতে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় প্রতিবারের মত এনসিসি ব্যাংক শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য কম্বল নিয়ে এসেছে। এই শীতে হত-দরিদ্র মানুষদের স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটেছে। আমরা চাই বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সমাজের বৃত্তশালী ব্যক্তিরা এগিয়ে আসবেন। সভাপতির বক্তব্যে এনসিসি ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার মো. নাজির হোসেন বলেন, কিছুদিন ধরে দিনাজপুরে শীতের তীব্রতা মারাত্মক বৃদ্ধি পেয়েছে। এর ফলে হতদরিদ্র, প্রবীণ ও ছিন্নমূল মানুষদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। এনসিসি ব্যাংক মনে করে শীতার্ত বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই প্রতি বছরের মত এবারও এনসিসি ব্যাংক শীতার্ত দিনাজপুরবাসীর শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করছে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্যাংক কর্মকর্তা মো. রাশেকুল ইসলাম।

Share This