বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালার উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি
জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের সহোযোগিতায়, শিশুদের মধ্যে সাংবাদিকতার মৌলিক জ্ঞান ও গণমাধ্যম সচেতনতা তৈরির লক্ষ্যে গাইবান্ধায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার গাইবান্ধা বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর,গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম ।হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা প্রতিনিধি তাজুল ইসলাম রেজার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা গণ উন্নয়ন কেন্দ্রের (GUK) প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আব্দুস সালাম,
কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এতে শিশুদের সংবাদ লেখা, তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ, ছবি ও ভিডিও ধারণ, নৈতিক সাংবাদিকতা এবং সত্যনিষ্ঠ প্রতিবেদন তৈরির বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বক্তারা বলেন, শিশু বয়স থেকেই সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করা গেলে তারা ভবিষ্যতে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে এ ধরনের কর্মশালা শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

Share This