বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কাব স্কাউটসরা দেশের ভবিষ্যত -দিনাজপুর জেলা প্রশাসক

 

 

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, কাব স্কাউটসরা দেশের ভবিষ্যৎ। শৈশব থেকেই কাব স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে শৃংখলা, নৈতিকতা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ নিয়ে গড়ে তুলতে হবে।
গতকাল মঙ্গলবার সন্ধায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার আয়োজনে ৫ দিন ব্যাপী ৭ম জেলা কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসার ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি আরো বলেন, স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি একটি আদর্শ জীবনব্যবস্থা, যা একজন শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি ও স্কাউটিংয়ের মতো ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে বাংলাদেশ স্কাউটসের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণকারী সকল কাব স্কাউট, স্কাউট লিডার, স্বেচ্ছাসেবক রোভার স্কাউট, কর্মকর্তা ও আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও চরিত্র গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. রিয়াজ উদ্দিন, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক সত্য রঞ্জন বর্মন, সহকারী পরিচালক মো. সৈকত হোসেন, দিনাজপুর অঞ্চল স্কাউটস এর আঞ্চলিক কমিশনার মোঃ আকতারুজ্জামান সাবু, দিনাজপুর জেলা স্কাউটস এর কমিশনার মো. ফজলুল হক, দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ নুরনবী, কাব ক্যাম্পুরীর প্রোগ্রাম চীফ মো. মহিদুুল ইসলাম প্রমুখ ও স্বাগত দিনাজপুর স্কাউটস এর সম্পাদক মো. আকরাম হোসেন বক্তব্য রাখেন।
মহা তাঁবু জলসায় প্রশিক্ষক, গ্রুপ সভাপতি, ইউনিট লিডার, রোভার স্কাউট সদস্য, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কাব সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।
গতকাল ১৪ জানুয়ারী বুধবার দুপুর ২ টায় সনদপত্র বিতরণের মধ্য দিয়ে কাব ক্যাম্পুরীর সমাপনী করা হয়।

Share This