বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরামপুরে চারটি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৪ লক্ষ টাকা জরিমানা

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিরামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফাত উদ্দীন এর নেতৃত্বে উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে অবৈধভাবে পরিচালিত যথাক্রমে মেসার্স এমডিডি ব্রিকস, মেসার্স মায়িশা ব্রিকস, মেসার্স এম. কে. এম. ব্রিকস এবং মেসার্স এস এ ব্রিকস নামক ৪ টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ( সংশোধিত ২০১৯) মোতাবেক মোট ১৪লক্ষ টাকা জরিমানা ধার্য্য ও তাৎক্ষণিক আদায় করা হয় এবং কিলন ভেঙ্গে ফেলা ও কাঁচা ইট বিনষ্ট করা হয়। এছাড়াও উক্ত ইটভাটাগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা এবং র‌্যাব ১৩ ব্যাটালিয়ন দিনাজপুর, বিরামপুর উপজেলার পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্য অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। উল্লেখ্য, পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Share This