দিনাজপুরে স্তন ক্যান্সার প্রতিরোধে সেমিনার
দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টার (বিসিআরসি) এর আয়োজনে এবং পপুলার ফার্মাসিটিক্যাল লিমিটেড এর সৌজন্যে দিনাজপুর কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) দিনাজপুরের গণেশতলায় গ্রীন সুপার মার্কেট এর ২য় তলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ জাহেদুল আলম শাহ্ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিসিআরসি দিনাজপুর শাখার সভাপতি ডা. হাফিজুর ইসলাম। মেয়েদের জরায়ু মুখে ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক এবং প্রতিকারমূলক বক্তব্য রাখেন ঢাকা হতে আগত সহকারী অধ্যাপক ডা. সরমিন সুমি, ডা. মো. মহিবুর রহমান নীরব, ডা. মাস্তুরা বেগম, ডা. রইচ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পপুলার ফার্মাসিটিক্যাল লিমিটেড এর ম্যানেজার রেজাউর রহমান রেজা। বিসিআরসি দিনাজপুর শাখার কোষাধ্যক্ষ মো. জামিরুল ইসলাম জুয়েল ও অনুপনা পান্ডে’র সঞ্চালনায় বক্তরা বলেন, আমাদের দেশে বর্তমানে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার বেশি হচ্ছে। চিকিৎসার পূর্বেই প্রতিটি মেয়েদের সচেতন হতে হবে এ রোগ থেকে। এই ক্যান্সারের উল্লেখযোগ্য কারণ হলো বাল্য বিবাহ। বিশেষ করে স্তন ক্যান্সার প্রতিরোধে বিসিআরসি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালাচ্ছে যাতে নিজেরা সচেতন হবেন এবং অন্যকে সচেতন করবেন।