দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা
দিনাজপুর প্রতিনিধি
‘‘পারিবারিক আইনে সমতা আনি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি’’ এই শ্লোগান সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর-২০২৪) উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে আজ রবিবার বিকাল ৪ টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ। পারিবারিক আইনের সমতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার প্যানেল আইনজীবী এ্যাড. সাথী দাস।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, রবিন্দ্র সম্মিলন পরিষদের সাবেক সভাপতি রবিউল আউয়াল খোকা, অধ্যাপক জলিল আহমেদ, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সম্মানিত সদস্য ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান, সহ-সভাপতি অর্চনা অধিকারী, মিনতি ঘোষ, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, অর্থ সম্পাদক শাহনাজ পারভীন, প্রচার সম্পাদক শুকলা কুন্ডু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু, সদস্য রেহেনা বেগম, রাজমনি কলি, নারী উদ্যোক্তা মোসলেহা মলি, জুট ওয়ার্ল্ড-এর সভাপতি শিউলি আক্তার প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বৈষম্যমূলক সামাজিক প্রথা, আইনের প্রয়োগ এবং ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে দুর্বলতা, নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করে। পরিবারে সমাজে ও রাষ্ট্রের অভ্যন্তরে নারী-পুরুষের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো এবং নারীর জন্য বৈষম্যমুক্ত, সাম্প্রদায়িকতামুক্ত, কর্মক্ষেত্রে নির্যাতন-নিপীড়ণমুক্ত নারীবান্ধব পরিবেশ সৃষ্টি করা। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে অপরিহার্য সমন্বিত বিনিয়োগ। বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্র, প্রতিষ্ঠান, পরিবার, সমাজ এবং ব্যক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। সর্বোপরি সামাজিক সচেতনতা এবং একটি সুস্থ্য মানবিক সংস্কৃতি ও গণতান্ত্রিক চর্চার প্রয়োজন।
অনুষ্ঠান সঞ্চালন করেন দিনাজপুর জেলা শাখার লিগ্যাল-এইড সম্পাদক গৌরী চক্রবর্তী।