সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিনাজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদরের দুই নম্বর সুন্দরবন ইউনিয়ন যুবদলের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
ইউনিয়ন যুবদলের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা (১ নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান) , জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, সাংগঠনিক সম্পাদক মোকসেদুল ইসলাম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, সুন্দরবন ইউনিয়ন বিএনপি’র সভাপতি লাল মোহাম্মদ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

Oplus_131072

উক্ত ফাইনাল খেলায় একে অপরের মোকাবেলা করেন ১২ মাইল ফুটবল একাদশ বনাম রানীরবন্দর ফুটবল একাদশ। এতে রানীর বন্দর ফুটবল একাদশ জয়লাভ করে। বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

Share This