দিনাজপুরে শিশুদের কারিগারি প্রশিক্ষণের সনদ ও উপকরণ বিতরন
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে শিশু শ্রম নিরসন প্রকল্পের আওতায় দিনাজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে স্কুল ড্রপ-আউট ঝুঁকিপূর্ণ কর্মজীবী শিশুদের কারিগরি প্রশিক্ষণ শেষে সনদ পত্র ও কারিগরি উপকরণ বিতরণ করেছেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।
আজ দুপুরে সনদপত্র ও টুলস বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টর গমেজ। শিশু শ্রম নিরসন প্রকল্পের প্রজেক্ট অফিসার রিচার্ড তাপস দাস এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহযোগি শিক্ষক মো. সিরাজুল ইসলাম, মাদ্রাসার সুপার মো. আবুল হুসাইন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নবাব সিরাজ-উদ-দৌলা, মো. মনিরুল ইসলাম, মানব উন্নয়ন সংস্থার সভাপতি সুশান্ত কুমার দাস ও কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর দিনাজপুরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মো. শফিকুল ইসলাম। প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান দুই মাস ব্যাপী প্রশিক্ষন শেষে ৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত স্কুল ড্রপ আউট শিক্ষার্থীদের মাঝে ২১ লক্ষ ১৫ হাজার ১শত টাকা ব্যয়ে ১৫টি মেয়েকে সেলাই মেশিন, ২০ জন ছেলেকে অটো মোবাইল এবং ফ্রিজ-এসি প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে কারিগরি উপকরণ ও সনদপত্র বিতরণ করতে গিয়ে বলেন, আর্থিক দৈনতার অজুহাতে কোন শিশু পড়াশোনা ছাড়তে পারে না। যদি তার মধ্যে জীবন গড়ার আদর্শ থেকে থাকে তাহলে যেভাবেই হোক সে পড়াশোনা করবেই। ওয়ার্ল্ড ভিশন সরকারের পাশাপাশি এইসব স্কুল ড্রপ আউটদের প্রশিক্ষন দিয়ে দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার যে চেষ্টা চালাচ্ছে তা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তিনি প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা এই প্রশিক্ষন লব্ধ জ্ঞানকে কারিগরি কার্যক্রমে সম্পৃক্ত করে নিজেদেরকে স্বনির্ভর মানুষ হিসেবে গড়ে তুলবে।