রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নানা আয়োজনে হিলি মুক্ত দিবস উদযাপন

প্রতিনিধি (দিনাজপুর) প্রতিনিধি
আনন্দ র‌্যালি, সম্মুখ সমরে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনাজপুরের হিলি হানাদার মুক্ত দিবস উদয়াপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ যৌথ ভাবে দিবসটির আয়োজন করে।
এ উপলক্ষে আজ বুধবার বেলা ১১টায় হিলি চেকপোস্ট থেকে র‌্যালিটি বের হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সম্মুখ সমরে গিয়ে শেষ হয়। এসময় সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জাহিদুল ইসলাম। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Share This

COMMENTS