সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় পৌর শহরের আদর্শক্লাব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন আক্কেলপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৫-২৬ সালের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকসহ মোট ৩৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ, জয়পুরহাট- ২ আসনের জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি শফিউল হাসান দিপু এবং অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান আল্লাহ ইসলামের মধ্যে সকল বিষয়ে পূর্নাঙ্গ নীতি দিয়েছেন। আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। হাদিসে রাসুল (সা.) শ্রমিকদেরকে আল্লাহর বন্ধু হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই শ্রমজীবী মানুষের যথাযথ মূল্যায়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। তিনি দেশে ইসলামী শ্রমনীতি চালুর জন্য শ্রমিক সমাজকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Share This