সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ওয়ার্ড বিএনপির সদস্য পদ ফিরে পেতে সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি

সদস্য পদ ফিরে পাওয়া ও গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সম্মেলন স্থগিত করার দাবি জানিয়েছেন রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমন। গাইবান্ধা প্রেসক্লাবে রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তারা পারিবারিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতিতে বিশ্বাসী। ২০২৩ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত কাউন্সিল পরবর্তী গোবিন্দগঞ্জ পৌর বিএনপির ৫ নং ওয়ার্ড কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য পদ গ্রহণ করেন। ৫নং ওয়ার্ড কমিটিতে তার নামের সিরিয়াল ৩৪ ও কার্যনির্বাহী সদস্য নং ৪। তিনি পৌর বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে গত ৫ডিসেম্বর ফেসবুক ভিডিও বার্তায় আগ্রহ প্রকাশ করে প্রচারণা শুরু করেন। ৯ডিসেম্বর পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু ও সদস্য সচিব আবু জাফর লেলিন ওয়ার্ড কমিটির তালিকা সরবরাহ করেন। কিন্তু তালিকায় তার নামটি টেম্পারিং করে অন্য আরেকজনের নাম যুক্ত করা হয়। এর প্রতিকার চেয়ে ১০ডিসেম্বর রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবরে লিখিত অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমন ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য ফিরে পাওয়া এবং ২৩ডিসেম্বর অনুষ্ঠেয় গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সম্মেলন স্থগিত করে পুনরায় আনুসঙ্গিক কার্যক্রম ঘোষণাসহ তাকে কাউন্সিলর করার দাবি জানান।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু জানান, তিনি এখন বিএনপির কোনো সদস্য নন, সংগঠনবিরোধী কাজের জন্য তাকে সদস্য পদ দেওয়া হয়নি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল জানান, তিনি দাপ্তরিকভাবে কোনো অভিযোগপত্র পাননি, যে অভিযোগটি পেয়েছেন তাতে কোনো স্বাক্ষর ও সীল নেই।

Share This