মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল ১০ টা হতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শাকরাইল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন।
মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসি আক্তার বন্যার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাসনিম ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদ আল মামুন, শাকরাইল উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম প্রমূখ বক্তব্য রাখেন। প্রতিযোগিতাগুলির কো- অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন শাকরাইল উচ্চ বিদ্যালয় এর শরীরচর্চা শিক্ষক এখলাছুর রহমান সৈকত। উক্ত দিনব্যাপী প্রতিযোগিতায় শিবালয় উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ভলিবল প্রতিযোগিতায় বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও যমুনাবাদ উচ্চ বিদ্যালয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় শাকরাইল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়।