সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে পাচঁদিন ব্যাপী ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

“কাবিং করি, নিজেকে গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আনন্দঘন পরিবেশে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা, স্কাউট পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করা হয়। আজ শনিবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউট বীরগঞ্জ উপজেলার সহ-সভাপতি শাহজিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও বাংলাদেশের স্কাউটস বীরগঞ্জ উপজেলার শাখার সহ সভাপতি দীপংকর বর্মন ।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ এল টি আরিফ হোসেন চৌধুরী, নীলফামারী জেলা কাব ট্রেনার লিডার এ এল টি খলিলুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার গীতা রানী, পরিতোষ কুমার রায়,উপজেলা স্কাউটস এর সহ সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক ইয়াকুব আলী, যুগ্ন সম্পাদক মতিউল ইসলাম, কাব লিডার সঞ্চিতা রায়, বাংলাদেশ স্কাউটস বীরগঞ্জ উপজেলার কোষাধ্যক্ষ আহসান হাবিব, সাব ক্যাম্প চিপ মো. আব্দুল মান্নান (কাহারোল), মোজাম্মেল হক, কমিশনার ইসমত আরা সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাব স্কাউটিংয়ের মূল উদ্দেশ্য হলো শিশুদের ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলীর বিকাশ ঘটানো এবং তাদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা। এর মাধ্যমে শিশুদের মধ্যে সমাজের প্রতি দায়িত্ববোধ, দলবদ্ধ কাজের দক্ষতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতা তৈরি করা হয়। যা এই ক্যাম্পুরী অংশগ্রহণের মাধ্যমে তারা অর্জন করতে পারবে বলে আমরা আশা করি।
উল্লেখ্য, পঞ্চম উপজেলা কাব ক্যাম্পুরী আগামী ২৪ ডিসেম্বর মহা তাবু জলসার মাধ্যমে শেষ হবে বলে জানান আয়োজক কমিটি। এবারের ক্যাম্পুরীতে ৪২ টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৫০ কাব শিশু সহ ক্যাম্পুরী কর্মকর্তা ও রোভার বন্ধুরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

Share This