সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাদুল্লাপুরে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার সবচেয়ে বড় নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের (আসর-৩) উদ্ধোধন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে উদ্ধোধনী খেলা সাদুল্লাপুর উপজেলার মধ্য জয়েনপুর গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়।
মাঠে বিশাল লাল-সবুজের পতাকা ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে খেলার উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন, সাদুল্লাপুর উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকি ও সাবেক ইউপি সদস্য শহিদুর রহমান শহিদ মেম্বার।
জেপিএল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আল মামুন মিয়ার সঞ্চালনায় প্রতিবছরের মতো জেপিএল টুর্ণামেন্ট-২০২৪ পরিচালনা কমিটি জয়েনপুরের আয়োজনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সাদুল্লাপুর টাইগার ক্রিকেট একাদশ বনাম বগুড়ার মেহেদুল এক্সএল একাদশ। টচে জিতে সাদুল্লাপুর টাইগার ক্রিকেট একাদশ ফিল্ডিং এ নামার সিদ্ধান্ত নেয়। প্রত্যেক টিমে ৯ জন করে খেলোয়াড় খেলে এবং খেলা হয় ১০ ওভার করে। টুর্নামেন্টে জেলা ছাড়াও পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার ৩২টি দল অংশ নেবে।
এদিকে, ব্যতিক্রমী শর্ট পিচের এই খেলা দেখতে প্রত্যান্ত গ্রামে শীতের রাতে মাঠজুড়েই উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। মাঠের চারপাশেই খেলা উপভোগ করে শিশু, কিশোর ও নারীসহ নানা বয়সের দর্শকরা।

Share This